নিউজ ডেস্ক Weatherbd: টানা দুই দিন দেশের ৮টি বিভাগের বেশ কয়েকটি বিভাগে বজ্রপাতসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় ২° ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন সংস্থাটি। গেল ১১ই মার্চ মঙ্গলবার আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। এ সময় আবহাওয়া অধিদপ্তর জানায় ‘আগামী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে দেশের আকাশে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া পরিস্থিতি শুষ্ক থাকতে পারে।
এছাড়াও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লোঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লোঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী ৪৮ ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ১২ ও ১৩ই মার্চ সারা দেশের দমকা হওয়ার সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া ও শুষ্ক থাকতে পারে।
১২ই মার্চ বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এই দিন সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সব বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
১৩ই মার্চ বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এদিন সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়ার সহবৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়াও আগামী ৫ দিনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
তথ্যসূত্রে: শেখ ফরিদ এটিএন নিউজ